মাসিক সভার সিদ্ব্যান্ত সমূহ:-
ধর্মপাশা উপজেলাধীন জয়শ্রী ইউনিয়ন পরিষদের সেপ্টেম্বর/২০১৯ মাসের ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভার কার্যবিবরনী:-
সভাপতি: জনাব সঞ্জয় রায় চৌধুরী
স্থান:-ইউনিয়ন পরিষদ সভা কক্ষ।
সভার তারিখ:-০৯/০৯/২০১৯ ইং
সভায় উপস্থিত সদস্যগনের তালিকা:-(পরিশিষ্ট-ক) সময়:-সকাল ১১.০০টা
ক্র.নং |
আলোচনা |
সিদ্বান্ত |
বাস্তবায়নে |
০১ |
সভাপতি সাহেব প্রথমে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ব করেন।পূর্ববতী সভার কার্যবিবরনী পাঠ করে শুনানো হয় কোনো সংযোজন বিয়োজন না থাকায় সর্বসম্মতীক্রমে গৃহীত হয়।অত:পর সভাপতি সাহেব বলেন ইউপির অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়নের জন্য সকলের নিকট থেকে প্রস্তাব গ্রহনের জন্য নিদেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত সকলে প্রয়োজনীয় প্রস্তাব নিযে আলোচনা পর্যালোচনা করেন। |
এ বিষয়ে নির্দিষ্ট অধিদপ্তরে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্বান্ত গৃহিত হলো। |
ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ |
০২ |
ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে চলমান উন্নয়নমূলক কাজের কোজখবর নেন।এবং ত্রুটি বিচ্যুতি দুর করার জন্য সকলকে আহবান করেন। |
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্বান্ত গৃহিত হলো। |
সকল কাজের পি আইসি সভাপতি ও সকল সদস্য বৃন্দ। |
০৩ |
উপসহকারি কৃষি কর্মকর্তা বলেন, এ বছর সরকার কৃষকদের জন্য মাস কলায় বীজ বিতরনের উদ্যোগ গ্রহন করেছেন। তাই যাদের উচু জমি আছে তারা শীগ্রই উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করার জন্য আহবান করা হলো। |
এ বিষয়ে প্রতি ওয়ার্ডে প্রচার করার জন্য সিদ্ব্যান্ত গিৃহিীত হলো। |
উপজেলা কৃষি অফিস।| |
০৪ |
ইউনিয়নের জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রস্থাব উপস্থাপন করেন সুশীল সমাজের প্রতিনিধি। |
এ বিষয়ে সকলকে নিজ উদ্যেগে পরিবর্তন এর জন্য সিদ্ব্যান্ত গৃহিীত হলো।| |
|
০৫ |
সভাপতি সাহেব বলেন অত্র ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের আইন শৃঙ্খলার সার্বিক অবস্থার খোজ খবর নেন। উপস্থিত সকলে এ বিষয়ে আলোচনা পর্যালোচনা করেন। |
এ বিষয়ে সকল কে সতর্ক থাকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ব্যান্ত গৃহীত হয়। |
|
অদ্যকার সভায় আর কোনো আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস