Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে জয়শ্রী ইউনিয়ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 

০৪ নং জয়শ্রী ইউনিয়ন পরিষদ

ধর্মপাশা, সুনামগঞ্জ।

চন্দ্র সোনার থাল  হাওর তীরের উত্তর পূর্ব পাশে অবস্থিত সুনামগঞ্জ জেলার, ধর্মপাশা উপজেলার,  অসংখ্য খাল,বিলের মৎস্য ও ধানে ভরপুর,  একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো জয়শ্রী ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ জয়শ্রী ইউনিয়ন  শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, ঐতিহ্যবাহী অনুষ্টান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার  নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।

এক নজরে ইউনিয়ন:

চন্দ্র সোনার থাল হাওর তীরের উত্তর পূর্ব পাশে অবস্থিত সুনামগঞ্জ জেলার, ধর্মপাশা উপজেলার,  অসংখ্য খাল,বিলের মৎস্য ও ধানে ভরপুর,  একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো জয়শ্রীইউনিয়ন । কাল পরিক্রমায় আজ জয়শ্রী  ইউনিয়ন  শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, ঐতিহ্যবাহী অনুষ্টান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার  নিজস্ব স্বকৃীয়তায় আজও সমুজ্জ্বল।

 

ভৌগলিক অবস্থান : জয়শ্রী ইউনিয়ন পরিষদ ধর্মপাশা উপজেলা থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। অত্র ইউনিয়নের পূর্বে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন,পশ্চিম দিকে ধর্মপাশা সদর ইউনিয়ন, উত্তরে চামারদানী ইউনিয়ন ও দক্ষিণে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।

 

ইতিহাস ও ঐতিহ্য :  অত্র ইউনিয়নে মূলত: হিন্দু ও মুসলিম জনগোষ্ঠীর বসবাস। সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলমান। হিন্দু ও মুসলিম  লোক একত্রে বসবাস করলেও তাদের মাঝে শান্তি পূর্ণ সহবস্থান বিরাজমান। হাওড়, নদী বেষ্টিত এ ইউনিয়নের মানুষের প্রধান পেশা কৃষি। একটি মাত্র ফসলের উপর নির্ভরশীল এ অঞ্চলের মানুষ। অনেক বছর আগাম বন্যায় ফসল বাসিয়ে নিয়ে যায়।

 

১) নাম- ০৮ নং জয়শ্রী ইউনিয়ন।  

২) আয়তন - ৪৫ বর্গ কিলোমিটার ।

৩) মৌজার সংখ্যা – ১৯ টি ।

সীমানা- জয়শ্রী ইউনিয়ন পরিষদ ধর্মপাশা উপজেলা থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। অত্র ইউনিয়নের পূর্বে স্যুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন, পশ্চিম দিকে ধর্মপাশা সদর ইউনিয়ন,  উত্তরে চামরদানী  ইউনিয়ন এবং দক্ষিন দিকে সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়ন অবস্থিত।

৪) লোকসংখ্যা –   ৩৬০০০ জন (প্রায়)।

(উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে)

(ক) পুরুষ- ১৮২৯২

(খ) মহিলা- ১৭,৭০৮

৫) পরিবার  সংখ্যা – ৪৮৯২ টি।

৬) গ্রামের সংখ্যা –  ৩৪ টি।

৭) মোট জমির পরিমান –  ৬০০০ একর।

(ক) ২৫ বিঘার উর্ধ্বে মোট জোত সংখ্যা – ।

(খ) ২৫ বিঘার উর্ধ্বে মোট জোত সংখ্যা – ।               

৮) আবাদী কৃষি জমির পরিমান – ৫২৭৮ একর, 

৯) খাস জমির পরিমান -৭৯ একর ।

১০) জলমহাল - ০৩ টি।

১১) হাটবাজার ।

(ক) বড় – ০২টি।

(খ) ছোট – ০২টি।

১২) প্রধান নদ নদী – ১ টি।

১৩) হাওর – ৩টি।

১৪) খাল – ৫টি ।

১৫) খেলার মাঠ – ১ টি।

১৬) নলকুপ – ১০৮টি।

১৭) অটো রাইছ মিল – নাই

১৮) করাত মিল – নাই ।

১৯) সরকারী পুকুর – নাই

২০) খেয়াঘাট – ০৫টি।

২১) খোয়ার –০১ টি।

২২) ঔষধের দোকান –২৭ টি।

২৩) ব্যাংক – 0১টি (গ্রামীণ ব্যাংক)

২৪) প্রধান রাস্তা - ০১টি।

২৫) ডাকঘর – ০১ টি ।

২৬) শিক্ষার হার – ৭৯.০৯% ।

২৭) শিক্ষাপ্রতিষ্টান সমুহ।

(ক) সরকারী প্রাথমিক বিদ্যালয় - ১৯ টি,

(খ) নব সরকারী প্রাঃ বিদ্যালয় - ০০ টি।

(গ) বে-সরকারী  প্রাঃ বিদ্যালয় (ব্র্যাক) –  টি

(ঘ) উচ্চ বিদ্যালয় -০১টি।

(ঙ)  কলেজ - চলমান

(চ) জুনিয়র উচ্চ বিদ্যালয় -নাই

(ছ) নিম্ন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় - নাই

(জ) কমিউনিটি ক্লিনিক - 0৩টি

২৮)ধর্মীয় প্রতিষ্টানসমুহ।

(ক) মাদ্রাসা দাখিল নাই

(খ) মসজিদ - ৩৪ টি

(গ) মক্তব -  ২৩ টি

(ঘ) মন্দির -  ০৫টি

(ঙ) ঈদগাহ – ০৫ টি

(চ) কবর স্থান -৮ টি

(ছ) শ্বশান -০৫ টি

২৯) খেলার মাঠ -১ টি

৩০) সরকারী প্রতিষ্টান –২১ টি।

৩১) সামাজিক প্রতিস্টান সমুহ :-

(ক)ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন – ০২ ।

(খ) পেশাজীবি সংগঠন – টি।

৩২) এন জি ও অর্থিক প্রতিষ্টান ০৪ টি।

৩৩) সুবিধাভোগীদের সংখ্যা।

(ক) ভি জি ডি র্কাডধারী সংখ্যা –২০০টি।

(খ) বয়স্ক ভাতাভোগীর সংখ্যা – ৫১।

(গ) বিধবা ভাতাভোগীর সংখ্যা – ৩৩।

(ঘ) প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা – ১৭।

(ঙ) মুক্তিযোদ্ধ্যা ভাতাভোগীর সংখ্যা – ১১ ।

(চ) মাতৃ কালীন ভাতাভোগীর সংখ্যা – ৫১।

(ছ) ভিজি এফ ভাতাভোগীর সংখ্যা – ৯৫১।

 

ছবি

 

সংযুক্তি

 

সংযুক্তি (একাধিক)