Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্বান্ত্য সমূহ

মাসিক সভার সিদ্ব্যান্ত সমূহ:-

ধর্মপাশা উপজেলাধীন জয়শ্রী ইউনিয়ন পরিষদের সেপ্টেম্বর/২০১৯ মাসের ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভার কার্যবিবরনী:-

সভাপতি: জনাব সঞ্জয় রায় চৌধুরী

স্থান:-ইউনিয়ন পরিষদ সভা কক্ষ।

সভার তারিখ:-০৯/০৯/২০১৯ ইং

সভায় উপস্থিত সদস্যগনের তালিকা:-(পরিশিষ্ট-ক)                           সময়:-সকাল ১১.০০টা

ক্র.নং

আলোচনা

সিদ্বান্ত

বাস্তবায়নে

০১

সভাপতি সাহেব প্রথমে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ব করেন।পূর্ববতী সভার কার্যবিবরনী  পাঠ করে শুনানো হয় কোনো সংযোজন ‍বিয়োজন না থাকায় সর্বসম্মতীক্রমে গৃহীত হয়।অত:পর সভাপতি সাহেব বলেন ইউপির অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়নের জন্য সকলের নিকট থেকে প্রস্তাব গ্রহনের জন্য নিদেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত সকলে প্রয়োজনীয় প্রস্তাব নিযে আলোচনা পর্যালোচনা করেন।

এ বিষয়ে নির্দিষ্ট অধিদপ্তরে যোগাযোগ করে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্বান্ত গৃহিত হলো।

ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ

০২

ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে চলমান উন্নয়নমূলক কাজের কোজখবর নেন।এবং ত্রুটি বিচ্যুতি দুর করার জন্য সকলকে আহবান করেন।

এ বিষয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্বান্ত গৃহিত হলো।

সকল কাজের পি আইসি সভাপতি ও সকল সদস্য বৃন্দ।

০৩

উপসহকারি কৃষি কর্মকর্তা বলেন, এ বছর সরকার কৃষকদের জন্য মাস কলায় বীজ বিতরনের উদ্যোগ গ্রহন করেছেন। তাই যাদের উচু জমি আছে তারা শীগ্রই উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করার জন্য আহবান করা হলো।

এ বিষয়ে প্রতি ওয়ার্ডে প্রচার করার জন্য সিদ্ব্যান্ত গিৃহিীত হলো।

উপজেলা কৃষি অফিস।|

০৪

ইউনিয়নের জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রস্থাব উপস্থাপন করেন সুশীল সমাজের প্রতিনিধি।

এ বিষয়ে সকলকে নিজ উদ্যেগে পরিবর্তন এর জন্য সিদ্ব্যান্ত গৃহিীত হলো।|

 

০৫

সভাপতি সাহেব বলেন অত্র ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের আইন শৃঙ্খলার সার্বিক অবস্থার খোজ খবর নেন। উপস্থিত সকলে এ বিষয়ে আলোচনা পর্যালোচনা করেন।

এ বিষয়ে সকল কে সতর্ক থাকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ব্যান্ত গৃহীত হয়।

 
       

 

 

অদ্যকার সভায় আর কোনো আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।